নতুন পোকো ফোন আসছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ১৫:০৭
অ- অ+

নতুন পোকোফোন আসছে। সম্প্রতি নতুন ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে দেখা গেছে। সার্টিফিকেশন সাইটে ফোনটির মডেল নম্বর ছিল M2007J20CG। যদিও এই ফোনের নাম এখনও জানা যায়নি। এই ফোনে ৬৪ মেগাপিক্সেল এআই সুপার ক্যামেরা দেওয়া হবে। এই একই ক্যামেরা পোকো এক্স২ ফোনেও গিয়েছিল।

এফসিসি থেকে আরও জানা গেছে পোকোর এই ফোনে এনএফসি সাপোর্ট থাকবে। এছাড়াও এতে থাকবে ৫১৬০ এমএএইচ ব্যাটারি। এতে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।আবার এই ফোনটি ৪জি সাপোর্টের সাথে আসবে। এতে ডুয়েল সিম, ওয়াই ফাই -৫ (এসি) ও ব্লুটুথ ৫.১ থাকবে। এ থেকে স্পষ্ট নতুন পোকোফোন মিড-হাই এন্ড ফোন হিসাবে বাজারে আসবে।

যদিও এই ফোনের ডিজাইন সম্পর্কে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে আশা করতে পারি এখানে পাঞ্চ হোল, ওয়াটার ড্রপ নচ বা পপ আপ ডিসপ্লে, কোনো একটি ব্যবহার করা হবে।

এর আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল, পোকো একটি স্মার্টফোনের ওপর কাজ করছে যেখানে স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর থাকবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে। এখানে অ্যামোলিড স্ক্রিন ব্যবহার করা হবে। যদিও এই ফোনটির নাম কি হবে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে দ্রুত শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলনের সতর্কতা সালাহউদ্দিনের
জামালপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, জরিমানা ২ লাখ
পুলিশের এসপি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি, ১০ জন পেলেন অতিরিক্ত ডিআইজির দায়িত্ব
ট্রাম্পের নতুন আইন, অন্য দেশে রেমিট্যান্স পাঠাতে লাগবে পাঁচ শতাংশ কর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা