নওগাঁর তিন উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়নের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০, ২৩:৪৮| আপডেট : ২৭ আগস্ট ২০২০, ২৩:৫০
অ- অ+

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর মান্দা, ধামইরহাট ও সাপাহার উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়নের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩১টি উপজেলার সাথে নওগাঁর এই তিনটি উপজেলাকেও শতভাগ বিদ্যুৎতায়নের উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীন পক্ষে ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি নিমৃল কৃষ্ণ সাহাসহ সরকারি কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলার মান্দা উপজেলায় ২৮৪ কোটি টাকা ব্যয়ে ২৯১টি গ্রামে ১ লাখ ৮ হাজার ৬৬৭টি সংযোগ, ধামইরহাটে ১৬১টি কোটি ব্যয়ে ২৬০টি গ্রামে ৫৬ হাজার ৪৭১টি সংযোগ ও সাপাহারে ১৩১ কোটি টাকা ব্যয়ে ২৩৪টি গ্রামে ৪৫ হাজার ৫৩৩টি সংযাগ প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে শিক্ষার্থীকে কাঠের বাটাম দিয়ে মারপিট, শিক্ষকের বিরুদ্ধে মামলা
কলা দিয়ে বানানো ৬০ লাখ ডলারের ‘শিল্পকর্ম’খেয়ে ফেললেন দর্শক!
ফেনীতে পিকআপ ভ্যানে বাসের ধাক্কা, নিহত ২ 
সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা