অস্ট্রেলিয়া-আফগানিস্তান টেস্ট শুরু ৭ ডিসেম্বর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০, ১৬:৩৭| আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১৬:৪০
অ- অ+

আগামী ৭ ডিসেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল। পূর্ব সূচি অনুযায়ী সিরিজের একমাত্র টেস্টটি দিবা-রাত্রির হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি গোলাপি বলের পরিবর্তে লাল বলে আয়োজনের অনুরোধ জানিয়েছে আফগানিস্তান। উভয় বোর্ড এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে পুরনো সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর থেকে শুরু হবার কথা অস্ট্রেলিয়া-ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ। তাই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সূচি ইঙ্গিত দিচ্ছে, ভারত-অস্ট্রেলিয়ার সূচিতে পরিবর্তন আসবে।

তবে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত নয় বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নাজিম জার আব্দুল রহিমজাই। দিবা-রাত্রির টেস্টের পরিবর্তে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে চান তারা।

আব্দুল রহিমজাই বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আমরা ডিসেম্বরে খেলতে যাচ্ছি। আমরা তাদের অনুরোধ করেছি, দিবা-রাত্রির টেস্টের বদলে সাধারণ টেস্ট ম্যাচ খেলতে। কারণ আগে কখনো দিবা-রাত্রির টেস্ট খেলিনি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের আগে আমরা আরব আমিরাতে ক্যাম্প করবো এবং একমাত্র টেস্টের আগে সেখানে আমরা অনুশীলন ম্যাচ খেলার প্রত্যাশা করছি।’

অস্ট্রেলিয়া সফরের আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।

এফটিপি ট্যুর সূচি অনুযায়ী, এই টেস্টটি আগামী ২১ নভেম্বর হবার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের পরিস্থিতির কারণে সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় দুদেশের ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টটি ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি হিসেবেই দেখবে অজিরা।

(ঢাকাটাইমস/২৮ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
চরমোনাই পীরকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে হুমকি!
৮৫ দিন পর সীমান্তে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা