ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৮
অ- অ+

জামালপুরের নরুন্দিতে পার্সেল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। তবে এখনও তার নাম পরিচয় পায়নি রেলওয়ে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর-ময়মনসিংহ রুটের নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, জামালপুর থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী পার্সেল ট্রেনটি বেলা ১১টা ২৭ মিনিটে নরুন্দি রেলস্টেশন ছেড়ে যাওয়ার পরপরই স্টেশনের কাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ওই ট্রেনে কাটা পড়ে নিহত হন। তার ডান পা ও ডান হাত কেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে গেছে। ট্রেন চলে যাওয়ার পর রেললাইনের ওপর ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্টেশন মাস্টারকে জানান। খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার দিকে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার পরনে শার্ট ও লুঙ্গি রয়েছে। পুলিশের পিবিআই ইউনিটকে দিয়ে নিহতের আঙুলের ছাপ রাখা হবে। পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে তাকে জামালপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জুলাই ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদী শক্তি উল্লাস করবে: জাগপা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা