কর পরিশোধে এনবিআর’র বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৪ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪৯

বার্ষিক আয়কর পরিশোধের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে ২ হাজার টাকা কর ছাড়। যত টাকা কর হবে, তা থেকে দুই হাজার টাকা বাদ দিয়ে কর পরিশোধ করা যাবে।

চলতি ২০২০-২১ অর্থবছর থেকে এই বিশেষ করছাড়ের সুবিধা পাওয়া যাবে। তবে এজন্য এ জন্য কয়েকটি শর্ত দিয়েছে এনবিআর।

এনবিআর'র শর্ত অনুযায়ী, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) যখনই নেয়া হোক না কেন, প্রথমবারের মতো রিটার্ন জমা দিতে হবে এবং তা অনলাইনে দিতে হবে। এর অর্থ কেউ যদি ১০ বছর আগেও টিআইএন নিয়ে থাকেন, তাতেও সমস্যা নেই। তবে দুইবার প্রথম হতে হবে। প্রথমবার রিটার্ন জমা দিতে হবে এবং প্রথমবার অনলাইনে তা জমা দিতে হবে। যদি এর আগে সনাতন পদ্ধতিতে রিটার্ন দিয়ে থাকেন, তাহলে এই সুবিধা পাবেন না।

উদাহরণ হিসেবে ধরা যাক, আকবর আলীর মোট আয়ের পরিমাণ ছয় লাখ টাকা। এর মধ্যে এক লাখ টাকা সঞ্চয়পত্র কিনেছেন। আকবর এ বছরই প্রথম রিটার্ন জমা দেবেন। করোনার কারণে অনলাইনে রিটার্ন জমা দেবেন। এখন তার জন্য করের হিসাবটি হবে এমন-বিদ্যমান হার অনুযায়ী তার করের পরিমাণ ২৫ হাজার টাকা। কিন্তু তিনি সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন। তাই বিদ্যমান নিয়ম অনুযায়ী, তার বিনিয়োগ রেয়াতের পরিমাণ ১৫ হাজার টাকা। এর অর্থ হলো বিনিয়োগ রেয়াত নেয়ার পর আকবরের করের পরিমাণ হবে ১০ হাজার টাকা। এখানেই শেষ নয়। অনলাইনে রিটার্ন জমা দিলে আকবরকে আট হাজার টাকা কর দিলেই হবে। তবে মনে রাখতে হবে, একজন করদাতা শুধু একবারই এমন করসুবিধা পাবেন। এবছর রিটার্ন জমা দেয়ার সময় ৩০ নভেম্বর পর্যন্ত।

ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/কেআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

খলিলুর রহমান ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান

এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ওমর ফারুক

সিটি ব্যাংক ও রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা 

জনতা ব্যাংকে টাস্কফোর্স সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড ক্যাম্পেইন উদ্বোধন 

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :