৯৫ শতাংশ বিলবোর্ডের অনুমোদন নেই, মেয়র আতিকের বিস্ময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪
অ- অ+

রাজধানীর বনানী-বারীধারা ও প্রগতি সরণি এলাকার প্রায় ৯৫ শতাংশ বিলবোর্ডই অবৈধ। এগুলোর অনেকগুলোর চুক্তির মেয়াদ শেষ হলেও পুনরায় ফি পরিশোধে মেয়াদ বাড়ানো হয়নি। অবৈধ এসব বিলবোর্ড উচ্ছেদে এসে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার সকাল থেকে বিলবোর্ড উচ্ছেদ অভিযানে গিয়ে এ বিস্ময় প্রকাশ করেন।

এ সময় মেয়র বলেন, ব্যবসার প্রচারে বিলবোর্ড লাগাতে হলে ফি পরিশোধনের মাধ্যমে সিটি করপোরেশনের অনুমোদন নিতে হয়। বনানী-বারীধারা এবং প্রগতি সরণি এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করতে এসে দেখি শতকরা ৯৫ শতাংশের নেই কোনো অনুমোদন। কিন্তু ঠিকই মনের মত করে সবাই বিলবোর্ড টাঙিয়ে রাজধানীর সৌন্দর্য নষ্ট করছে। অভিযানে না আসলে বুঝতেই পারতাম না এতো পরিমাণ অবৈধ বিলবোর্ড। আমি বিস্মিত!’

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করেছিলাম। গতকাল ছিল শেষ দিন। এর মধ্যে যারা অনুমোদন নেন নি তাদের কাউকেই ছাড় দেব না। তিনি যত প্রভাবশালীই হোন না কেনো। আজ থেকে শুরু করেছি উচ্ছেদ কার্যক্রম। অবৈধ বিলবোর্ড নিঃশেষ করা পর্যন্ত চলবে অভিযান।’

অভিযানকালে অনুমোদিত বিলবোর্ড ব্যবহারকারীদের মিষ্টি খাওয়ান উত্তর সিটি মেয়র।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/কারই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা