করোনা ভ্যাকসিনের দুই কোটি ডোজ আনছে মডার্না!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৭
অ- অ+

চলতি বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের দুই কোটি পরীক্ষামূলক ভ্যাকসিন প্রস্তুত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না। তাদের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ৫০ থেকে ১০০ কোটি পরীক্ষামূলক ডোজ তৈরি করা। খবর রয়টার্সের।

ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাটির প্রধান স্টেফান ব্যানসেল জানিয়েছেন, ইতিমধ্যে তারা ২৫ হাজার ২৯৬ জন স্বেচ্ছাসেবীকে এই ভ্যাকসিন দিয়েছেন। ভ্যাকসিনটি কার্যকর এবং নিরাপদ কি না তা নভেম্বরের মধ্যেই জানা যাবে। যদি কমপক্ষে ৭০ শতাংশ কার্যকর হয়, তবে উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের ওপর জরুরি ভিত্তিতে প্রয়োগের পরিকল্পনা রয়েছে তাদের।

মডার্না সর্বপ্রথম যুক্তরাষ্ট্রকে ১০ কোটি ডোজ দেয়ার চুক্তি করেছে। যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ডের লোনজা গ্রুপ ও স্পেনের ল্যাবরেটরিজ ফার্মাকের সঙ্গে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দাবি, এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে দুটি কোম্পানি থেকে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ডোজ ব্যবহারের জন্য অনুমোদন পেতে পারে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা