লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে মেছবা ইসলাম নামে আড়াই বছর বয়সি এক শিশু মারা গেছে। শিশু মেছবা লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও বাতাখালী গ্রামের সাইফুল ইসলামের ছেলে। রবিবার সাড়ে ১০টায় পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পৌর কাউন্সিলর আবদুল আলিম দিদার জানান, শিশুটি বাড়ির উঠানে খেলা করছিল। পাশেই ছিল পুকুর। খেলতে খেলতে কোনো একসময় শিশুটি পুকুরে ডুবে যায়। বহু খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন দেখে শিশুরটির মরদেহ পানিতে ভেসে উঠে।
পরবর্তীতে শিশুকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ওই তাকে মৃত ঘোষণা করে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)

মন্তব্য করুন