মাঠে ফিরতে মুখিয়ে আছেন জাহানারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩
অ- অ+

করোনা প্রাদুর্ভাবে স্থবির ক্রিকেট বিশ্বের অলস ক্রিকেটারদেরই একজন বাংলাদেশ জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম। কারণ নিকট ভবিষ্যতে নেই কোনো টুর্নামেন্ট। তবুও প্রতিদিনই নিজেকে প্রস্তুত করছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম। মুখিযে আছেন বাইশ গজের লড়াইয়ে নামতে। বাস্তবতা মেনেই দাবি করছেন দ্রুততম সময়ের মধ্যে, মাঠে নারীদের খেলা ফেরানো। আর আবারো আইপিএলে ডাক পেলে, আরো একবার চেনাতে চান নিজের জাত।

নারী আইপিএলের ফাইনালে ইংলিশ ক্রিকেটার নাটালি সায়ভারের উইকেটটি উপড়ে ফেলানো, এই দৃশ্যটা মনে আছে তো? জাহানারা আলমের যে ডেলিভারিটা, সেবার নির্বাচিত হয়েছিল 'মোমেন্ট অব দ্য আইপিএল।'

টাইগার ক্রিকেটের পোস্টার বয় যদি হয় সাকিব আল হাসান তবে টাইগ্রেসদের নিশ্চিতরূপেই জাহানারা আলম। এশিয়া কাপের ফাইনালের সেই অমূল্য ২ রান কিংবা আইপিএলে চোখ ধাঁধানো পারফরমেন্স। সবকিছুই তাকে নিয়েছে অনন্য উচ্চতায়। ছেলেদের আইপিএলের পর নারী আইপিএল আয়োজনের পরিকল্পনাও সেরেছে বিসিসিআই। সেই তালিকায় আছেন এই পেসার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বলেন, ‘আইপিএলে খেলার স্বপ্ন ছিলো। সেখানে যথেষ্ট ভালো করতে পেরেছি। স্বপ্ন আছে বিগব্যাশে খেলার। নিজের সেরাটা দিয়ে যেখানে সুযোগ পাবো সেখানেই ভালো করার চেষ্টা করবো।’

লঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকলেও দলীয় অনুশীলনে টিম বাংলাদেশ। গেলো ১৯ জুলাই থেকে ছেলেদের পাশাপাশি নিয়মিত মাঠে ঘাম ঝরাচ্ছেন নারী ক্রিকেটাররাও। গেলো দুই মাসে ফিটনেস আর টেকনিকে নিজের উন্নতিতে মুগ্ধ জাহানারা।

জাহানারা আলম আরো বলেন, ‘পেস বোলার হিসেবে ফিটনেসটা ধরে রাখা জরুরি। নিজেকে ধরে রাখতে সব ধরণের নিয়ম-কানুন মেনে চলছি।’

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা