খেলোয়াড়দের আনুষ্ঠানিক করোনা পরীক্ষা করালো বিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯
অ- অ+

সফরকালে কোয়ারন্টোইনের সময় নিয়ে স্বাগতিক শ্রীলংকার কাছ থেকে এখনো পর্যন্ত কোন জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারপরও সফর নিয়ে ইতিবাচক জবাবের আশা নিয়ে নিজেদের কর্মকান্ড এগিয়ে নিচ্ছে বোর্ড। এরই অংশ হিসেবে আজ খেলোয়াড়দের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে।

স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার সহ কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সর্বমোট ৩৫জনের নমুনা পরীক্ষার জন্য জমা দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যাবে ফলাফল।

তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিকে জানিয়ে দিয়েছে , ঢাকা ছাড়ার আগে তারা যেন দুই দফা কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেয়। এরই ধারাবাহিকতায় আজ প্রথম টেস্ট করানো হয়েছে। দ্বিতীয় টেস্ট করানো হবে আগামী ২৫ সেপ্টেম্বর। পুর্বের সুচি মোতাবেক এর ৭২ ঘন্টার মধ্যেই দেশ ছাড়ার কথা ক্রিকেট দলের।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন,‘ এটি হচ্ছে আমাদের প্রথম আনুষ্ঠানিক কোভিড-১৯ পরীক্ষা। লংকান বোর্ড অফিসিয়ালিই আমাদের জানিয়ে দিয়েছে, সফরের আগে অন্তত দুইবার কোভিড পরীক্ষা করাতে হবে সফরকারী দলের সব সদস্যের। আজ প্রথম টেস্ট সম্পন্ন হল। দ্বিতীয় টেস্ট করানো হবে ২৫ সেপ্টেম্বর।’

এর আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের দুই দফা কোভিড-১৯ টেস্ট করিয়েছে বিসিবি। ডা. চৌধুরী বলেন, ‘ক্রিকেটারদের অবস্থা জানার জন্য ওই সব টেস্ট করানো হয়েছে বিসিবির নিজস্ব উদ্যোগে।’

এদিকে বাংলাদেশ সিরিজের আয়োজক শ্রীলংকাকে জানিয়ে দিয়েছে যে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে পারবে না। এর পরিবর্তে অনুশীলনের সুযোগ সহ কোয়ারেন্টাইনের মেয়াদ ৭দিন করতে হবে। তবে বিসিবির ওই প্রস্তাবের কোন জবাব এখনো দেয়নি এসএলসি।

(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কর্মসূচির প্রশংসা বিশ্বব্যাংকের
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা