শরীরের ফিটনেসে চমকে দিলেন সোহেল তাজ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৫
অ- অ+

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের একটি ছবি নিয়ে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন সব ইচ্ছা আর পরিকল্পনার কথা জানিয়ে বরাবরই তিনি আলোচনায় এলেও এবার আলোচনায় এসেছেন ‘সিক্স প্যাক’ নিয়ে।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র সোহেল তাজ মন্ত্রীত্ব ছেড়ে দেশের বাইরে চলে যান। নতুন ইচ্ছে শক্তি নিয়ে বেশ কবছর বাদে দেশে ফিরে জানান নতুন পরিকল্পনার কথা।

তরুণ, যুবাদের নিয়ে কাজ করতে হলে অদম্য ইচ্ছেশক্তি থাকতে হয় তা বারবার মনে করিয়ে দেন এই রাজনীতিক। নানা অনুষ্ঠানের মাধ্যমে তরুণ-যুবাদের মনোভাব বদলের চেষ্টা করে আসছেন তিনি।

তবে ‘নো ড্রাগস’ অর্থাৎ ‘মাদক নয়’, ‘ফিটনেসকে হ্যাঁ’ স্লোগানে তিনি শরীর চর্চার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে শারীরিক শক্তি, সামর্থ আর শরীরের চর্চার কাছে বয়স কোনও ব্যাপার না।

ঘটনা এখানেই শেষ নয়, আরও মজার ঘটনা হলো সোহেল তাজ তরুণ-যুবাদের নিজের এই ফিটনেসের রহস্য শেখানোর ঘোষণা দিয়েছেন। এজন্য আবেদন করতে বলেছেন তিনি। তবে সীমিত সংখ্যক তরুণই সোহেল তাজের সেই রহস্য জানার সুযোগ পাবেন।

এদিকে সোহেল তাজের সেই ছবি লুফে নিয়ে নেটিজেনদের অনেকেই ফেসবুক ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে একাত্মতা ঘোষণা করছেন। তার শরীরের ফিটনেস দেখে অনেকেই নিয়মিত শরীরচর্চা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা