ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি: শান্ত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৭
অ- অ+

করোনা পাল্টে দিয়ে বিশ্বের সমগ্র পরিস্থিতি। ক্রীড়াঙ্গনেও এসেছে বড় ধরনের পরিবর্তন। খেলোয়াড়দের জৈব-সুরক্ষা বলয়ে থাকা, দফায় দফায় করোনা পরীক্ষা করা এসবই এখন স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কা সফর সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এসব নিয়ম অনুসরণ করে প্রস্তুতি নিচ্ছে।

মিরপুরে এখন চলছে খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্প। তাই ক্রিকেটারদেরও থাকতে হচ্ছে কড়া নিয়মের মধ্যে। তবে, নতুন এই নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে অনেকেরই। টাইগার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত তাদেরই একজন। তবে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।

নাজমুল হোসেন শান্ত সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা আসলে খুবই কঠিন। ঘনঘন করোনা পরীক্ষা করানো অস্বস্তিকর। করোনার পরীক্ষার জন্য যেভাবে নমুনা সংগ্রহ করে তা বেশ অস্বস্তিদায়ক। ’

তিনি আরো বলেন, ‘কেউই এভাবে কোয়ারেন্টাইনে থাকতে চায় না। এত কঠিন নিয়মের মধ্যে থাকাটা কষ্টকর। কিন্তু ধীরে ধীরে আমি নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি। এই পরিবেশের মধ্যে থেকেই আমাদের অনুশীলন করতে হবে ও খেলা চালিয়ে যেতে হবে। এটাই আমি মনের মধ্যে সেট করে নিয়েছি। আস্তে আস্তে আমি বিষয়টি উপভোগ করতে শুরু করেছি।’

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা