নিখোঁজের ১৫ ঘণ্টা পর ডোবায় মিলল দুই শিশুর লাশ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৭
অ- অ+

গাইবান্ধায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর বাড়ির পাশের ডোবা থেকে সাত বছরের শিশু আব্দুল্লা আল মামুন ওরফে শিমুল ও নয় বছরের শিশু ছামিউর রহমান সীমান্তের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত আব্দুল্লা আল মামুন ওরফে শিমুল তালুক সর্বানান্দ গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং ছামিউর রহমান সীমান্ত একই গ্রামের মমিনুর ইসলামের ছেলে।

শনিবার দুপুরে দুই শিশুর মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে ময়নাতদন্ত করা হয়।

এর আগে শুক্রবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানান্দ ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান ঢাকাটাইমসকে বলেন, নিহত দুই শিশু শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকেন। এক পর্যায়ে রাত ৯টা দিকে বাড়ির পাশে আনন্দবাজার এলাকায় একটি ডোবায় মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে দেয়া হবে বলেও জানান তিনি ।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা