জীবনের নিরাপত্তা চেয়ে বিরামপুর থানায় মুক্তিযোদ্ধার জিডি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

দিনাজপুরের বিরামপুরে মুক্তিযোদ্ধা মকছেদ আলী (৭৫) তার প্রতিবেশীকে বিবাদী করে নিজের ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে বিরামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিরামপুর থানা ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুলতান বাদশা নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার বিকালে বিরামপুর থানায় তিনি এ সাধারণ ডায়েরি করেন। বীর মুক্তিযোদ্ধ মকছেদ আলী উপজেলার বিনাইল গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর সকালে উপজেলার বিনাইল গ্রামের বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে তার ছেলে মাহফুজুর রহমানকে সাথে নিয়ে বিবাদী প্রতিবেশী কফিল উদ্দিনের বাড়ির সামনে গেলে কফিল উদ্দিন ও তার তিন ছেলে রবিউল ইসলাম (৩৫), নূরু মিয়া (৩৭) ও ফারুক হোসেন (৩২) মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা মকছেদ আলী জানান, একটি সরকারি পুকুর ইজারাকে কেন্দ্র করেই বিবাদীরা আমাকে ও আমার ছেলেকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :