সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে মোমেনের ফোন, ফ্লাইট বাড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৮| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:০৯
অ- অ+

করোনা মহামারিতে দেশে এসে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের ফেরত যাওয়ার সুবিধার্থে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে ফোন করে এ অনুরোধ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বিকাল ৫টায় মোমেন প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে টেলিফোন করেন। প্রায় আধঘণ্টা দুই পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি সৌদিতে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশের ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন।

এ সময় মোমেন দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।

বর্তমানে বাংলাদেশ বিমানের রিয়াদ, মদিনা ও জেদ্দায় ফ্লাইট চালানোর অনুমতি রয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা