ভালুকায় ১০০ পরিবারের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ১৬:১৭

ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ১০০ পরিবারের চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামে পূর্বশত্রুতার জেরে এলাকার মানুষের চলাচলের শতবর্ষী একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়া হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীসহ কয়েকশ মানুষ। গত শুক্রবার এ বিষয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামের সালাম সরকারের ছেলে আবু সাঈদ ও সাইফুল ইসলাম তাদের বাড়ির পাশ দিয়ে চলাচলকারী মানুষজনকে নানা কারণেই বকাঝকা করেন। কিছুদিন আগে ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তাটিতে ইটের সীমানা প্রাচীর তুলে সংকুচিত করে দেয়।

এতে ওই রাস্তা দিয়ে রিকশা ও ভ্যান ছাড়া আর কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। সম্প্রতি ওই রাস্তাটি দিয়ে রিকশা-ভ্যান এমনকি পায়ে হেঁটে চলাচল করা মানুষের নানা রকম হুমকি ধমকি দিচ্ছেন তারা।

ভুক্তভোগী রুহুল আমিন বলেন, ‘এই রাস্তাটি আমার দাদার আমলের। এখান দিয়ে শত শত মানুষ চলাচল করে। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী চলাচল করে। রিকশা ও ভ্যান চালকদের বকাঝকাসহ গায়ে হাত তোলার ঘটনাও ঘটেছে অসংখ্যবার। এই রাস্তা দিয়ে চলাচল করা মানুষ বিপদে পড়ে যেন কম দামে তাদের কাছে জমি বিক্রি করে চলে যায়, এজন্য আমাদের ওপর তারা এমন অত্যাচার ও নির্যাতন করছেন।’

স্থানীয় ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা বলেন, ‘বেশ কয়েক বছর ধরে স্থানীয়ভাবে এটার সালিশ দরবার করেও আমরা এর কোনো ফয়সালা করতে পারিনি।’

এ বিষয়ে হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুফায়েল আহাম্মেদ বাচ্চু বলেন, ‘রাস্তাটির বিষয়ে অনেকদিন আগে আমার কাছে স্থানীয়রা অভিযোগ করেছিলেন। তখন আমি সাইদ ও সাইফুলকে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষকে বাধা দিতে নিষেধ করেছিলাম। এখন নতুন করে আবার কী হয়েছে এ বিষয়ে আমি জানি না। তবে কেউ বিচারপ্রার্থী হলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, ‘এটা আমার বাবার সম্পত্তি। এখান দিয়ে কাকে চলাচল করতে দিবো, কাকে চলাচল করতে দিবো না সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। ’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

(ঢাকাটাইমস/১১অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :