নোয়াখালীতে হাত ধোয়া দিবসের আলোচনা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৬:০৭ | প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২০, ১৬:০৪

‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি’- এ স্লোগানে নোয়াখালী জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস(১৫ অক্টোবর)-২০২০’ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :