আঞ্জুমানে হেফাজতের নতুন আমির মুফতি রশিদুর রহমান ফারুক

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস, বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় শ্রীমঙ্গল উপজেলার হামিদনগরের ঐতিহ্যবাহী বরুণা টাইটেল মাদ্রাসার মসজিদে কদিমে (পুরাতন মসজিদে) আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদী বর্ণভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
নায়েবে আমির নির্বাচিত হয়েছেন বরুণার মরহুম পীর আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদীর বড় ছেলে বরুণা মাদ্রাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী ও জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ বদরুল আলম হামিদী।
প্রসঙ্গত, দেশবরেণ্য বুজুর্গ ও জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম বরুণা মাদ্রাসার সদরে মুহতামিম আল্লামা শায়খ খলিলুর রহমান বর্ণভী গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে দুইটায় ইন্তেকাল করেন। তিনি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির। তার মৃত্যুর পর আমির পদটি শূন্য হয়।
দেশের প্রখ্যাত বুজুর্গ শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানির খলিফা শায়খ লুৎফর রহমান বর্ণভী (রহ.) আঞ্জুমানে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা করেন। সংগঠনটি শিক্ষা, দাওয়াত ও সেবামূলক কার্যক্রম আঞ্জাম দিয়ে থাকে।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/জেবি)
সংবাদটি শেয়ার করুন
ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত
ইসলাম এর সর্বশেষ

সিলেটের জামিয়া গহরপুরের ৬৪তম মাহফিল সম্পন্ন

জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

বরেণ্য আলেমের ওপর প্রামাণ্য স্মারকগ্রন্থ

অনলাইনে চলছে ১০ দিনের ইসলামিক বইমেলা

হজ-ওমরা ব্যবস্থাপনায় হচ্ছে নতুন আইন

হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম

‘বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারে ইসলামের প্রচার সময়ের দাবি’

‘আলেমদের সঙ্গে আলোচনা করে ভাস্কর্যের বিষয়ে সিদ্ধান্ত নিন’

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
