প্রথমবার হাসপাতালের বিজ্ঞাপনে আইরিন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৩৮| আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৪২
অ- অ+

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও নিয়মিত কাজ করেন চিত্রনায়িকা আইরিন সুলতানা। তারই ধারাবাহিকতায় এবার হাসপাতালের একটি বিজ্ঞাপনে মডেল হলেন তিনি। এটি নির্মাণ করেছেন রাজীব রসুল। গত সপ্তাহে ওই হাসপাতালটিতে বিজ্ঝাপনটির দৃশ্যধারণের কাজ হয়েছে। খুব শিগগির সেটি অনলাইনে প্রচার হবে বলে।

আইরিন বলেন, ‘এর আগে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছি। এবারই প্রথম কোনও হাসপাতালের বিজ্ঞাপনে মডেল হলাম। এই হাসপাতালটি দেশের সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দিয়ে তাদের সুচিকিৎসা দেবে। দেশে এ ধরনের হাসপাতাল খুব সম্ভবত এটাই প্রথম।’

র‌্যাম্প মডেলিং থেকে অভিনয়ে এসেছিলেন আইরিন। ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে তিনি রুপালি জগতে পা রাখেন। ওই ছবিতে তার নায়ক ছিলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত আরিফিন শুভ।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিন অভিনীত তিনটি চলচ্চিত্র। সেগুলো হলো- অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’, বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ এবং রাজা দীপ্ত ব্যানার্জি পরিচালিত ‘শিবারাত্রি’। করোনার জেরে সিনেমা হল বন্ধ থাকায় আটকে ছিল ছবিগুলো মুক্তি।

ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা