খুলনায় হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৯:০১
অ- অ+

খুলনার বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জ এলাকার ভ্যানচালক রাশেদুল গাজীকে(১৮) হত্যার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার খুলনার জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জেলা পিপি শেখ এনামুল হক।

সাজাপ্রাপ্তরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মৃত মমিন ইসলামের ছেলে রবিউল ইসলাম(২৮), বটিয়াঘাটার নিজ গ্রামের মৃত কোরবানের ছেলে বনিআমিন শেখ(২৮) ও হাফিজুর রহমানের ছেলে শহিদুল ইসলাম(২২)।

২০১৯ সালের ১৯ আগস্ট সকাল ৯টার দিকে ভ্যান নিয়ে বাসা থেকে বের হন বটিয়াঘাটা উপজেলার শ্যামগঞ্জ এলাকার হালিম গাজীর ছেলে রাশেদুল গাজী। সেদিন রাতে তিনি বাড়ি ফিরে আসেননি। পরদিন সকালে তার ভ্যা নটি ওই এলাকার মাহাবুব মেম্বারের বাড়িতে পাওয়া যায়।

এরপর মেম্বারের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় রাশেদুলের মস্তক বিহীন লাশ উদ্ধার করে পুলিশ। এর দুইদিন পর মেম্বারের বাঁশ বাগান থেকে তার মাথা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা অজ্ঞাতদের নামে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আহমেদ কবির একই বছরের ১৫ ডিসেম্বর তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা