হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে একজনের প্রাণহানি

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২০, ১৫:৩৬
অ- অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার মেঘনা ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় জেলেদের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে অমল জল দাস(১৫) নামে এক কিশোর নিহত ও মিলন জল দাস(২০) নামে এক যুবক নিখোঁজ রয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে তিন জেলেকে।

শুক্রবার সকালে বঙ্গোপসাগরের চ্যানেল থেকে অমল জল দাসের লাশ উদ্ধার করা হয়। নিহত অমল জল দাস তমরদ্দি ৩ নম্বর ওয়ার্ডের প্রেম জল দাসের ছেলে। নিখোঁজ মিলন জল দাস একই এলাকার সূর্য জল দাস মাঝির ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইলিশ শিকারের নিষেধাজ্ঞা বুধবার রাত ১২টার পর শেষ হয়। পরদিন বৃহস্পতিবার বিকালে তমরদ্দি থেকে পাঁচজনের একদল জেলে ছোট একটি ট্রলার নিয়ে মাছ শিকারের জন্য মেঘনা নদীতে যায়। গভীররাতে মাছ শিকার করার এক পর্যায়ে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি বঙ্গোপসাগরের চ্যানেলে ঢুকে পড়ে তারা। এসময় তাদের ট্রলারটি পানির প্রচন্ড স্রোতে উল্টে গিয়ে ডুবে গেলে তিন জেলে সাঁতার দিয়ে কূলে উঠে এলেও অমল ও মিলন নিখোঁজ থাকে। শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় অমলের ভাসমান লাশ উদ্ধার করে জেলেরা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া ট্রলারে মোট পাঁচজন জেলে ছিল। এর মধ্যে তিনজন জীবিত উদ্ধার হয়েছে। নিহত হয়েছেন একজন, যার লাশ সকালে জেলেরা উদ্ধার করে। এ ঘটনায় আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা