এক মেয়াদেই যেসব মার্কিন প্রেসিডেন্টের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:১৭ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২০, ১০:৩৩

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আনুষ্ঠানিক ফল পেতে দেরি হলেও এরই মধ্যে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হাল না ছাড়লেও তার বিদায় মোটামুটি নিশ্চিত।

যুক্তরাষ্ট্রে সাধারণত বেশিরভাগ প্রেসিডেন্টই দুই মেয়াদে ক্ষমতায় থেকেছেন। তবে এক মেয়াদে ক্ষমতা ছাড়তে হয়েছে এমন সংখ্যাও কম নয়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও আরও নয় মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা এক মেয়াদেই শেষ হয়েছে। তারা হলেন-

জন কুইন্সি অ্যাডামস

হুইগ পার্টির জন কুইন্সি অ্যাডামস ছিলেন যুক্তরাষ্ট্রের ৬ষ্ঠ প্রেসিডেন্ট। ক্ষমতায় ছিলেন ১৮২৫ সাল থেকে ১৮২৯ সাল পর্যন্ত। দুর্নীতি, জনগণের সম্পদ দখলসহ নানা অভিযোগ ওঠায় ডেমোক্র্যাটিক রিপাবলিকান অ্যান্ড্রু জ্যাকসনের কাছে হেরে যান তিনি।

জন অ্যাডামস

যুক্তরাষ্ট্রে এক মেয়াদে থাকা প্রথম প্রেসিডেন্ট জন অ্যাডামস। দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট তিনি। ফেডারেলিস্ট পার্টি থেকে নির্বাচন করেন তিনি। ১৭৯৭ সাল থেকে ১৮০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন জন অ্যাডামস। পরবর্তীতে টমাস জেফারসনের কাছে হেরে যান জন অ্যাডামস।

বেঞ্জামিন হ্যারিসন

রিপাবলিকান বেঞ্জামিন হ্যারিসন ক্ষমতায় আসেন ১৮৮৯ সালে। তবে শুল্ক এবং সরকারি ব্যয় বৃদ্ধি করায় ১৮৯৩ সালের নির্বাচনে ডেমোক্র্যাট গ্রোভার ক্লিভল্যান্ডের কাছে হেরে যান তিনি।

উইলিয়াম হাওয়ার্ড টাফট

যুক্তরাষ্ট্রের ২৭তম প্রেসিডেন্ট উইলিয়াম হাওয়ার্ড টাফট। ১৯০৯ সালে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। নিজ দলে রাজনৈতিক বিরোধের জেরে ১৯১৩ সালের নির্বাচনে উড্র উইলসনের কাছে হেরে যান উইলিয়াম।

হার্বার্ট হুভার

১৯২৯ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩১তম প্রেসিডেন্ট ছিলেন রিপাবলিকান হার্বার্ট হুভার। অর্থনৈতিক মন্দার কারণে পরবর্তীতে ডেমোক্র্যাট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কাছে হেরে যান তিনি।

জেরাল্ড ফোর্ড

ওয়াটারগেট স্ক্যান্ডালের জেরে ১৯৭৪ সালে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পর ১৯৭৭ সালে ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড হন যুক্তরাষ্ট্রের একমাত্র অনির্বাচিত প্রেসিডেন্ট। পরবর্তী নির্বাচনে জিমি কার্টারের কাছে হেরে যান।

জিমি কার্টার

মাত্র চার বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জিমি কার্টার। ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। ৮১ সালে ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিক ও মার্কিন নাগরিকসহ ৫২ জনকে জিম্মি করে দুর্বৃত্তরা। সেই পরিস্থিতি মোকাবিলা নিয়ে অসন্তোষের জেরে পরের নির্বাচনেই রোন্যাল্ড রিগ্যানের কাছে হারেন জিমি।

জর্জ এইচ ডব্লিউ বুশ

ট্রাম্পের আগে শেষ এক মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন জর্জ এইচ ডব্লিউ বুশ। ১৯৮৯ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ ক্ষমতায় আসেন। অর্থনৈতিক সংকট, অভ্যন্তরীণ সহিংসতাসহ নানা ইস্যুতে পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট বিল ক্লিন্টনের কাছে হেরে যান তিনি।

মার্টিন ভ্যান বিউরেন

১৮৩৭ সালে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্টিন ভ্যান বিউরেন। অর্থনৈতিক মন্দার কারণে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে ধস নামায় মাত্র এক মেয়াদেই ক্ষমতায় ছিলেন যুক্তরাষ্ট্রের ৮ম এই প্রেসিডেন্ট। হারেন ইউলিয়াম হ্যানরি হ্যারিসনের কাছে।

ঢাকা টাইমস/০৮নভেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ‘বিপজ্জনক পদক্ষেপ’: হামাস

চার বছর ধরে বিয়ের সানাই বাজে না ভারতের যে গ্রামে, কারণটাও জানুন

রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলি বাহিনীর

মন্ত্রীর পিএসের কাজের লোকের বাড়িতে মিলল ২০ কোটি রুপি

পাঁচ বছর পর ইউরোপ সফরে চীনা প্রেসিডেন্ট

ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার অফিসে অভিযান, সরঞ্জাম জব্দ

হামাসের রকেট হামলায় ৩ সেনা নিহত, কেরেম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল

ইসরায়েলে আলজাজিরা বন্ধে নেতানিয়াহু মন্ত্রিসভার সম্মতি

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তা

ইরানের বৈদেশিক বাণিজ্য ৪৮ শতাংশ বেড়েছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :