ভারতে পাচারকালে ১৩ সোনার বারসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৮:৩৬

ভারতে পাচারের সময় বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১৩টি সোনার বারসহ আশিকুর রহমান (৩৯) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে বেনাপোলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে ওইসব বারসহ আটক করা হয়।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় এক চোরাকারবারি বেশকিছু স্বর্ণের বার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের জন্য গাড়ি করে সীমান্ত এলাকার দিকে যাবে। এ ধরনের সংবাদে আমড়াখালী চেকপোস্ট এলাকায় একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে আশিকুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে এনে শরীরের সাথে বিশেষ ব্যবস্থায় বেঁধে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ৪৭০ গ্রাম, যার বাজার মূল্য ১ কোটি নয় লাখ টাকা।

আটক আশিকুর রহমান যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেওলী গ্রামে সৈয়দ আলীর ছেলে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :