বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার-ফিজিও করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১৮:২৮
অ- অ+

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন কাতারে অবস্থান করছে। বৃহস্পতিবার দোহায় পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে দলের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। ফুটবলারদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।

তবে, দলের ম্যানেজার আমের খান এবং ফিজিও ফুয়াদ হাসান হাওলাদারের রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

দেশের মাটিতে নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলে তারপর কাতার গেছে বাংলাদেশ দল। এই সিরিজ চলাকালেই করোনায় আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ জেমি ডে। যে কারণে নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে যেতে পারেননি। পরবর্তীতে যেতে পারেননি কাতারেও। এছাড়া করোনা পজিটিভ হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি ডিফেন্ডার মনজুরুল রহমান।

কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর অনুশীলনে নামবেন জামাল ভূঁইয়ারা। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। গত বছর অক্টোবরে ঢাকায় প্রথম ম্যাচে কাতার জিতেছিল ২-০ গোলে।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা