প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফারের চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২০, ১৪:৪৫| আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৫:০২
অ- অ+
নীলুফার আহমেদ (ফাইল ছবি)

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। আগামী ৫ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে গত ২ জানুয়ারি নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী। সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে তাকে ওই পদেই নিয়োগ দেয়া হলো।

এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োলজির অধ্যাপক মো. ময়নুল হককে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে তাকে চুক্তিতে নিয়োগ দেয়া হলো।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা