চীনের দাবি করা দ্বীপে নৌবাহিনী মোতায়েন করছে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৬:২৭| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৬:৪৯
অ- অ+

চীনের দাবি করা বিরোধপূর্ণ ‘নাতুনা’ দ্বীপে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটি জানিয়েছে, তাদের নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দপ্তর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগরের নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো এ ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।

দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার নৌবাহিনী এ ঘোষণা দিলো। বেইজিংয়ের দাবি, নাতুনা দ্বীপের পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে। ফলে অঞ্চলটিতে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে।

চীন ছাড়াও মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। তবে ইন্দোনেশিয়া বলছে, দেশগুলোর এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার। মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌপথে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে।

ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনএইচএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা