শান্তিপূর্ণ সংসারের শর্তে ৪৭ দম্পতির মামলা নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৯:৪৬
অ- অ+

বাদী-বিবাদীকে (স্বামী-স্ত্রী) সংসারে শান্তিপূর্ণভাবে একত্রে থাকার শর্তে ৪৭টি নারী নির্যাতন মামলা নিষ্পত্তি করেছে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

আজ বুধবার দুপুরে বাদী-বিবাদীর আপসের অঙ্গীকারনামা পেয়ে একসঙ্গে ৪৭টি মামলার এই রায় দেন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

মামলার রায়ে আদালত বাদী-বিবাদী ৯৪ স্বামী-স্ত্রীকে নিজ নিজ সংসারে একত্রে মিলেমিশে বসবাস করার আদেশ দেয়। রায় ঘোষণার পর আদালতের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আদালতে দেওয়া অঙ্গীকারনামায় ৯৪ জন স্বামী-স্ত্রী বলেন, সন্তানাদিসহ পরিবারের অন্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে সংসার করবেন তারা। সংসারে শান্তি বিনষ্ট হয় এমন কোনো কাজ করবেন না এবং স্বামী-স্ত্রী উভয়কে যথাযোগ্য মর্যাদা দেবেন। যৌতুক দাবি কিংবা স্ত্রীকে নির্যাতন করবেন না স্বামী। নির্যাতন বা যৌতুক দাবি করলে আইনি ব্যবস্থা নেবেন স্ত্রী।

পৃথক ৪৭টি নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের এমন রায়কে যুগান্তকারী বলে অবিহিত করেন সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা