মাস্ক পরা নিশ্চিত করতে মাঠে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ১৪:৩০| আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৪:৫৪
অ- অ+

সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে সাধারণ মানুষকে মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানীতে অভিযান শুরু করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর চারটি স্পটে একসঙ্গে চলে এই অভিযান। এগুলো হলো- শাহবাগ মোড়, ফার্মগেট মোড়, সিটি কলেজ মোড় ও মিরপুর।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাস্ক না পরলে জরিমানা, করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করা হবে।

র‌্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর শাহবাগ মোড়ে আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু, ফার্মগেট মোড়ে ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান, সিটি কলেজ মোড়ে ম্যাজিস্ট্রেট নাদির শাহ ও মিরপুরে ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, শাহবাগে অভিযান পরিচালনাকালে দেখা যায় ডাক্তার লেখা একটি প্রাইভেটকারের চালক মাস্ক ছাড়াই গাড়ি চালাচ্ছেন। তাকে বিনামূল্যে একটি মাস্ক দেয়া হয়েছে ও মাস্ক না পরায় ৩০০ টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
নোয়াখালীতে খালের উপরের শতাধিক অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা