ম্যারাডোনার স্মরণে মিরপুরে নীরবতা পালন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ১৭:৪৭| আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:১২
অ- অ+
ছবি: ক্রিকইনফো

পুরো বিশ্বকে কাঁদিয়ে চলে গেলেন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বাংলাদেশ সময় বুধবার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। ম্যারাডোনাকে স্মরণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচ শেষে নীরবতা পালন করা হয়। এ সময় জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা দলের খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য এবং বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যারাডোনাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বিবেচনা করা হয়। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় অবদান রাখেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি ম্যারাডোনা যতগুলো ক্লাবে খেলেছেন তার মধ্যে বোকা জুনিয়র্স, নাপালো ও বার্সেলোনা অন্যতম। নিজস্ব ফুটবলশৈলিতে কোটি ভক্তের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন আর্জেন্টিনার সাবেক এই তারকা।

(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা