সোনাইমুড়ীতে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৭:৫৫
অ- অ+

নিখোঁজের একদিন পর শাহাদাত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার কাঁঠালী এলাকার একটি পুকুর থেকে শাহাদাতের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের মায়ের দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত শাহাদাত হোসেন কাঁঠালী এলাকার মীর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ৯টার দিকে শাহাদাত বাড়ির বাইরে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাঁঠালী এলাকার কাদের মাস্টার বাড়ীর পুকুরে মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করলে মীর হোসেন ও রোকসানা বেগম তাদের ছেলে শাহাদাতের লাশ সনাক্ত করেন।

রোকসানা বেগম বলেন, বুধবার সকালে সুমন ও রিয়াজ আমার ছেলে শাহাদাতকে মোবাইলে কল দিয়ে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে আমরা শাহাদাতের কোন খবর না পেয়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলর হাফেজ আবু বকর সিদ্দিক দুলালকে অবগত করি।

তিনি অভিযোগ করেন, সুমন প্রায় সময় বহিরাগত ছেলেদের নিয়ে তাদের বাড়িতে এসে মাদক সেবন করতো। মঙ্গলবার রাতেও সে কয়েকজনকে নিয়ে বাড়ীতে এসে মাদক সেবন করে। সুমনের এসব কর্মকান্ড শাহাদাত জেনে ফেলায় তাকে হত্যা করেছে সুমন ও তার সহযোগিরা।

সোনাইমুড়ী থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতের মা বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩-৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। এদের মধ্যে শুক্রবার ভোরে সোনাইমুড়ী পৌর এলাকা থেকে রিয়াদ উদ্দিন ও ইকবাল হোসেন যুবরাজ নামের দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা