টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১০:০৪| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১১:২৫
অ- অ+

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৪ ওভারে বিনা উইকেটে ১৮ রান। প্রথম ম্যাচে ৬৬ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। সুতরাং ভারতের জন্য এই ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই। রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।

ভারত প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও একাদশে একটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া৷ অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের পরিবর্তে দলে এসেছেন ময়জেস হেনরিকে৷

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন অজি ব্যাটসম্যানরা৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথের দুরন্ত সেঞ্চুরি এবং ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে বিরাট কোহলিদের সামনে ৩৭৫ রানের টার্গেট রেখেছিল অস্ট্রেলিয়া৷ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩০৮ রান তুলেছিল ভারত৷ একমাত্র রান পেয়েছিলেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া৷ রান পাননি ক্যাপ্টেন কোহলি৷ মাত্র ২১ রান করেছিলেন ভারতীয় অধিনায়ক৷

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মার্নাস ল্যাবুশানে, ময়জেস হেনরিকে, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড৷

ভারত একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, নভদীপ সাইনি, জ্যাসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা