বাবর আজমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৩:৩০| আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৪:৪৬
অ- অ+

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন এক পাকিস্তানি নারী। তিনি দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন বাবর। তারপর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন পাকিস্তানি অধিনায়ক। এর ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন।

এক পাকিস্তানি সাংবাদিকের টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ওই নারীকে সংবাদ সম্মেলন করে বাবরের বিরুদ্ধে অভিযোগ জানাতে দেখা গিয়েছে।

তিনি বলেন, ‘বাবর এবং আমি স্কুল জীবন থেকে পরিচিত। ২০১০ সালে ও আমাকে প্রপোজ করে। আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। এরপর বাবর আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমাদের বাড়ি থেকে মেনে নেয়নি। ২০১১ সালে ও আমাকে বাড়ি থেকে পালাতে সাহায্য করে। আমরা ঠিক করেছিলাম আইনসম্মতভাবে বিয়ে করব। ও আমাকে বিভিন্ন ভাড়া বাড়িতে রাখতে শুরু করে। বিয়ের কথা বললেই তা পিছিয়ে দেয় বারবার।’

তিনি আরও বলেন, ‘বাবর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করে। আমি গর্ভবতী হয়ে পড়ি। এরপর ও আমায় মারধর করে এবং ভয় দেখায়।’

পাকিস্তান দলের সঙ্গে বাবর আজম এই মুহূর্তে নিউজিল্যান্ডে। এই অভিযোগ নিয়ে এখনো তিনি কোনো বক্তব্য দেননি।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা