ইরাকে স্কুলে ফিরেছে এক কোটি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২০, ১৭:৫৬
অ- অ+

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের আশংকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার। ফলে প্রায় আট মাস পর বিভিন্ন পর্যায়ের এক কোটি শিক্ষার্থী স্কুলে ফিরেছে। খবর আল জাজিরার।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশটি।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ের ক্লাস সপ্তাহে পাঁচ দিনের বদলে একদিন নেয়া হবে। অন্যদিকে প্রাথমিক ছাড়া বাকি সকল পর্যায়ের ক্লাস সপ্তাহে দুই দিন করে নেয়া হবে। বাকি পড়াশোনা অনলাইনে সম্পন্ন করা হবে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের বেশি হবে না।

আনবার প্রদেশের কারমা শহরের মোহাম্মদ নামে ইংরেজি বিভাগের একজন শিক্ষক আল জাজিরাকে বলেন, ‘আট মাস অনলাইন শিক্ষার পর আমরা সরাসরি ক্লাসে ফিরছি। তাই আমি এবং আমার শিক্ষার্থীরা খুবই খুশি।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি বড় সমস্যা। তাই ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে তিন মিটার দুরত্ব বজায় থাকবে।’

তবে ইমাদ মোহাম্মদ ফারহান নামে একজন অভিভাবক বলছেন, ‘শিশুদের স্কুলে ফেরা নিয়ে আমি কিছুটা শংকিত। কারণ আমি হলফ করে বলতে পারি তারা সবসময় সতর্ক থাকবে না। তারা সবর্দা মাস্ক পরবে না।’

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা