ইরাকে স্কুলে ফিরেছে এক কোটি শিক্ষার্থী

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের আশংকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার। ফলে প্রায় আট মাস পর বিভিন্ন পর্যায়ের এক কোটি শিক্ষার্থী স্কুলে ফিরেছে। খবর আল জাজিরার।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশটি।
দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ের ক্লাস সপ্তাহে পাঁচ দিনের বদলে একদিন নেয়া হবে। অন্যদিকে প্রাথমিক ছাড়া বাকি সকল পর্যায়ের ক্লাস সপ্তাহে দুই দিন করে নেয়া হবে। বাকি পড়াশোনা অনলাইনে সম্পন্ন করা হবে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের বেশি হবে না।
আনবার প্রদেশের কারমা শহরের মোহাম্মদ নামে ইংরেজি বিভাগের একজন শিক্ষক আল জাজিরাকে বলেন, ‘আট মাস অনলাইন শিক্ষার পর আমরা সরাসরি ক্লাসে ফিরছি। তাই আমি এবং আমার শিক্ষার্থীরা খুবই খুশি।’
তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি বড় সমস্যা। তাই ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে তিন মিটার দুরত্ব বজায় থাকবে।’
তবে ইমাদ মোহাম্মদ ফারহান নামে একজন অভিভাবক বলছেন, ‘শিশুদের স্কুলে ফেরা নিয়ে আমি কিছুটা শংকিত। কারণ আমি হলফ করে বলতে পারি তারা সবসময় সতর্ক থাকবে না। তারা সবর্দা মাস্ক পরবে না।’
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এনএইচএস/জেবি)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, অভিযোগ রাশিয়ার

ট্রাম্পের শেষ মুহূর্তগুলো ছিল একাকী, বিষণ্ণ

রোগীতে পরিপূর্ণ লেবাননের হাসপাতাল

যুক্তরাষ্ট্রে ফের ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন বাইডেন

কাশ্মীরে ভারী তুষারপাত, গাড়ি থেকে ২ মরদেহ উদ্ধার

নিজের দল থেকে বহিষ্কার নেপালের প্রধানমন্ত্রী

উচ্চ আয়ের দেশগুলো প্রতিশ্রুতি পূরণ করেনি

আক্রান্ত ১০ কোটি ছুঁই ছুঁই, মৃত্যু ২১ লাখ ৩৮ হাজার

শেখ সাবাহ আল খালেদ ফের কুয়েতের প্রধানমন্ত্রী
