পল্লী বিদ্যুতের তার যেত সিলভার কারখানায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২০, ১৩:৪০| আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১৬:৩৯
অ- অ+

সাভার থানার মধুমতি মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই বিদ্যুতের তারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- এমদাদুল ইসলাম, নাসির ও লোকমান হোসেন।

মঙ্গলবার দুপুরে চোরাই তার বিক্রি চক্রের বিরুদ্ধে অভিযানের বিষয়ে ঢাকাটাইমসকে জানিয়েছেন র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ।

তিনি বলেন, র‌্যাব-৪ এর গোয়েন্দা দলের অনুসন্ধানে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই বিদ্যুতের তার সাভারের মধুমতি মডেল টাউন এলাকায় আনা হতো। এরপর তারের ওপরের রাবার খুলে ও কেটে টুকরো টুকরো করে ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সিলভার কারখানায় এগুলো বিক্রি করা হতো। র‌্যাবের অভিযানে ৮৫০ কেজি চোরাই তার, ৪টি তার কাটার মেশিন ও একটি ওজন মাপার মেশিন উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের তার চুরি করে এখানে আনা হয়। এরপর প্রসেস করে কেজি দরে তা বিক্রি করা হয়। র‌্যাবের অভিযানে তারা জানিয়েছে এই তার তারা নিলামে কিনেছে; কিন্তু এর কোনো প্রমাণ দিতে পারেনি।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইলেকট্রিক তার চুরি করে সাভারসহ ঢাকার অন্যান্য স্থানে স্বল্প মূল্যে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে সাভার থানায় চোরাই মাল বিক্রি ও মজুদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এআর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা