গাড়ি চোর চক্রের সাত সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ২১:০৪
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। বুধবার সকালে ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তাররা হচ্ছেন- উপজেলার দুর্গাপুর এলাকার রায়হান (২০), ইমাম হোসেন (২০),কিসমত করিমপুর এলাকার সাইফুল ইসলাম সজল (২০),তাওহিদুর রহমান নিরব (২৩), মোরশেদ (২২),ফিরোজ উদ্দিন (২১) ও উত্তর হাজীপুর গ্রামের লিমন (২৩)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো আলমগীর হোসেনের নির্দেশে গোপন সংবাদে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন দুটি ১৬০সিসি মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সাত আসামির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুপুরে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা