কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আঞ্চলিক প্রতিনিধি, লালমনিরহাট
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ২২:২০
অ- অ+

লালমনিরহাটের কালীগঞ্জে বাসের ধাক্কায় পারুল বেগম (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় বাস খাদে পড়ে আহত হয়েছেন ৮ জন। বুধবার বিকাল ৩টার দিকে লালমনিহাট কালীগঞ্জে-বুড়িমারী মহাসড়কের ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতি গ্রামের মোকছুদার রহমানের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পুত্রবধূসহ আরও ৮ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন মোকছুদার রহমান। পথে ভোটমারী মর্তুজা ফিলিং স্টেশন এলাকায় পিছন দিক থেকে আসা বুড়িমারীগামী একটি বাস তাদের ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পারুল বেগম মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেল চালক মোকছুদার রহমান ও তার পুত্রবধূ। বাসটি গর্তে পড়ে যাওয়ায় ৮ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় আহত মোটরসাইকেলের দুই আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্ব থাকা ডা. তৈহিদুর রহমান জানান, ‘আহত দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।’

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
প্রশাসনে নতুন-পুরনো ভূত লুকিয়ে, দেশ টেকাতে সচেতন হোন: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা