কৃষকদের চাপে সংশোধন হচ্ছে ভারতের কৃষি আইন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:০৪
অ- অ+

কৃষকদের তীব্র আন্দোলনের মুখে তিনটি বিতর্কিত কৃষি আইন সংশোধনের জন্য রাজি হয়েছে মোদি সরকার। বৃহস্পতিবার সরকার পক্ষের সঙ্গে প্রায় সাত ঘন্টা বৈঠকের পর এ কথা জানান কৃষক নেতারা।

কিন্তু সংশোধনে সন্তুষ্ট নন ভারতের কৃষকরা, তারা এই আইনগুলো পুরোপুরি প্রত্যাহারের জন্য দাবি জানিয়েছেন। খবর ডয়েচে ভেলে।

বৃহস্পতিবার সরকারপক্ষের সঙ্গে চতুর্থ ধাপের সমঝোতা আলোচনায়ও হয়নি কোন ধরনের দফারফা। জানা গেছে শনিবার আবারও কৃষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে সরকারপক্ষ। সেখানেই চূড়ান্ত সমাধান আসবে বলে প্রত্যাশা কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের।

অন্যদিকে, ভারতীয় কিষাণ ইউনিয়নের মহাসচিব জগমোহন সিং জানিয়েছেন, শুক্রবারের মধ্যে আইন প্রত্যাহার না হলে তারা ৫ ডিসেম্বর আলোচনায় বসবেন না।

সেপ্টেম্বরে পাস হওয়া ৩টি বিতর্কিত কৃষি আইনে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেতো কৃষকরা। কিন্তু কৃষকদের অভিযোগ, এর ফলে সরকারের দেয়া ন্যুনতম সহায়ক মূল্য হারাতে হতো কৃষকদের। আর এ সুযোগেই লাভবান হতো মুনাফাখোরেরা।

ঢাকাটাইমস/৪ ডিসেম্বর/এনএইচএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা