হারলেও দল নিয়ে গর্বিত কোচ জেমি ডে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৪৪
অ- অ+

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে গতকাল (শুক্রবার) স্বাগতিক কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে, হারলেও দল নিয়ে গর্বিত বাংলাদেশ দলের কোচ জেমি ডে।

এদিন ম্যাচের পর সংবাদমাধ্যমকে জেমি ডে বলেন, ‘তারা এশিয়ান চ্যাম্পিয়ন, প্রস্তুতির জন্য তারা ৪ মাস সময় পেয়েছে। কিন্তু আমরা কয়েক সপ্তাহ পেয়েছিলাম এই ম্যাচের প্রস্তুতির জন্য। আমি দলে জন্য সত্যিই গর্বিত, ম্যাচে তারা তাদের সেরাটা দিয়েছে।’

ম্যাচটিতে কাতারের আব্দুল আজিজ হাতেম ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন। প্রথমার্ধের ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আকরাম আফিফ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল কাতার।

দ্বিতীয়ার্ধে আলমোয়েজ আলী দুটি গোল করেন। ৭২তম মিনিটে গোল করেছিলেন পেনাল্টি থেকে। অন্য গোলটি করেন ৭৮তম মিনিটে। ম্যাচের সর্বশেষ গোলটি (৯০+২ মিনিটে) করেন আকরাম আফিফ।

পরবর্তীতে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, বিষয়টি নিয়ে বাফুফে এখনো বিস্তারিত জানায়নি।

(ঢাকাটাইমস/৫ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা