সাবেক সাংসদ আবুল হাশেমকে অনুদান দিলেন রাষ্ট্রপতি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৫৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সাংসদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর আবুল হাশেম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাড়িতে পড়ে আছেন। একসময়কার দাপুটে এ নেতার জীবন এখন হুইল চেয়ার নির্ভর।

এই ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শনিবার দুপুরে উপজেলার গফরগাঁও গ্রামে তার বাড়িতে গিয়ে রাষ্ট্রপতির ভাই বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুল হাই এই টাকার চেক সাবেক এই সাংসদের কাছে তুলে দেন।

এসময় অধ্যক্ষ আব্দুল হাই জানান, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের এক সময়ের সিনিয়র রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন সাবেক এমপি আবুল হাশেম। নিয়মিত তার খোঁজ রাখেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির তহবিলি এ এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম জানান, এ এক লাখ টাকা অনুদানের পরও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রাপ্য এক মাসের সম্মনী ভাতা প্রাক্তণ আবুল হাশেমের চিকিৎসা সেবার জন্য অনুদান হিসেবে হস্তান্তর করেছেন।

৯৩ বছর বয়সী আবুল হাশেম গফরগাঁও থেকে ১৯৭০ ও ১৯৭৩ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বার্ধক্যের কারণে এখন তার শ্রবণ ও দৃষ্টি শক্তি লোপ পেয়েছে। সময় কাটে টেলিভিশন দেখে আর নাতনির পাঠ করা দৈনিক পত্রিকার সংবাদ শুনে। অনুদান পেয়ে রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া তিনি দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।

অনুদান প্রদানকালে আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ-পরিচালক গালিব খান, জনতা ব্যাংক ময়মনসিংহের ডিজিএম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উজ জামান প্রমুখ।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সুন্দরবনের আগুন নেভেনি, আরও ছড়িয়ে পড়ার শঙ্কা

বগুড়ায় বসতবাড়ি‌তে বি‌স্ফোরণে আহত বুশরা মারা গে‌ছেন

অনলাইন ডেলিভারি ম্যান সেজে গাজা পাচার, আটক ১

চাটখিলে এমডির বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ

গাজীপুরে রেল দুর্ঘটনা: ৩১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বরিশালে তুচ্ছ ঘটনায় পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে তালাকের অভিযোগ কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে

খাবারে নেশাদ্রব্য মিশিয়ে শিক্ষকের বাসায় চুরি, ৩ জন অসুস্থ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :