মাস্ক না পড়ায় ঢাকার রাস্তায় ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ১৯:৪৯
ছবি: সংগৃহিত।

করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ওয়েভ প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। নির্দেশনা অমান্য করে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ঢাকায় ছয়টি স্থানে মোট ৫৩ জনকে ১১ হাজার ৯০০ টাকা জরিমানা গুনতে হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে।

শনিবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার পাঁচটি উপজেলা ও মহানগরের লালবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুরসহ মোট আটটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানকালে মাস্ক না পরায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ৫৩ জনকে মোট ১১ হাজার ৯০০ জরিমানা করা হয়েছে।

এছাড়া নাগরিকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে জসচেতনতা বৃদ্ধি ও মাইকিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে অভিযানকালে গরিব ও অভাবী মানুষদের মধ্যে মোট ৬০০টি মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন।

এদিকে গত ১৭ নভেম্বর থেকে শনিবার পর্যন্ত ১৯ দিনে এক হাজার ৬৫৯ জনকে মোট তিন লাখ ৮২ হাজার ২৮০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রায় ২১ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে নির্বিচারে হকার উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

বদলে গেছে মহাখালীর যানজট পরিস্থিতি, যেভাবে এলো পরিবর্তন

খাল পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে ঢাকার সবুজায়ন আন্তর্জাতিক মানের হবে: তাপস

বাবে মদিনায় প্রবেশে বাধা, পুলিশের সহায়তায় মাজার জিয়ারত করলেন ভক্ত

সিগন্যাল অমান্য করতে গিয়ে ভুয়া এসআই আটক

স্পৃহা ও গ্লোবাল ল থিংকার্স সোসাইটির মধ্যে চুক্তি সই

করপোরেশনের সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগের কথা জানালেন মেয়র তাপস

ট্রাফিক আইন লঙ্ঘন: তিনশ ফিটে ৫ বাইকার আটক

এডিসের লার্ভা পেলে ছাড় দেওয়া হবে না: মেয়র আতিক

রাজধানীতে ঝড়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নারীর মৃত্যু, আহত ৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :