জানুয়ারিতেই কার্যকর হচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:৩৩| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১৫:৫০
অ- অ+

নাগরিকদের বিক্ষোভ ও মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও আগামী জানুয়ারিতে কার্যকর হতে যাচ্ছে ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের আশ্রয় দিতে দ্রুতই এই বিল কার্যকরের সম্ভাবনার কথা জানিয়েছেন ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া।

শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিএএ-র অধীনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে। এ বিষয়ে আমরা আশাবাদী। প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে আসা নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মহৎ উদ্দেশ্যেই বিল পাস করে কেন্দ্রীয় সরকার।’

নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ তে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তুমুল সমালোচনা আর সহিংস বিক্ষোভের মধ্যেই ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। যেখানে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব-সেকশন (২) এবং সেকশন (১) অনুযায়ী সরকার ঘোষণা করেছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে।

বিতর্কিত সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতজুড়ে ব্যাপক আন্দোলন হয়। রাজ্যে রাজ্যে সহিংস বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। পুলিশের গুলিতে নিহত হন অর্ধশত প্রতিবাদকারী। গ্রেপ্তার করা হয় বহু মানুষকে। মোদি সরকারের এমন দমন-পীড়নের কর্মসূচির প্রতিবাদে কঠোর নিন্দা জানায় অ্যামনেস্টিসহ অন্যান্য মানবাধিকার সংস্থা। এই সংশোধিত নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নেতা-কর্মীরা।

ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এনএইচএস/

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা