সিংড়ার ১০ পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই দিলেন মেয়র ফেরদৌস

করোনাকালীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা ও চুরি রোধে সিংড়া পৌর শহরের ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উচ্চগতির ইন্টারনেট সম্পন্ন ফ্রি ওয়াই-ফাই জোন ও সি সি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিলেন সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের কাছে তিনি এই প্রতিশ্রুতি দেন। আগামী এক সপ্তাহের মধ্যে এটি বাস্তবায়নের ষোষণা দেন মেয়র ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া জিএ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পি, সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদ জয়, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল আহমেদ, মির্জা শাফি কালাম, সিংড়া জিএ সরকারি অনার্স কলেজের শিক্ষার্থী প্রিয়া খাতুন, দুলালী খাতুন, দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মনিরুল ইসলাম প্রমূখ।
পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, ডিজিটাল বাংলাদেশ শুধু এখন ষ্বপ্ন নয় এটা বাস্তব। বর্তমান আ’লীগ সরকার এর বাস্তবায়ন করেছে। সিংড়া কৃষি প্রধান এলাকা, আমাদের শিক্ষার্থীদের অধিকাংশ অভিভাবক কৃষক। করোনাকালীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর বর্তমান সরকারের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সিংড়ার চলনবিলের কৃতি সন্ত্রান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী এক সপ্তাহের মধ্যে শহরের ১০ পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই জোন ও সি সি ক্যামেরা স্থাপন করব ইনশা আল্লাহ।
(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন