সিংড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে ঠিকাদারকে পেটানোর অভিযোগ

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ১৮:১৫

নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোয়াখেরুল ইসলাম লিটন নামে এক ঠিকাদারকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শেরকোল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বুলেট আলীসহ তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে।

গত বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার খরমকুড়ি গ্রামের একটি মুদি দোকানে এ মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১২টায় আহত ঠিকাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

আহত লিটন উপজেলার খরমকুড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল ইসলামের ছেলে ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একজন ঠিকাদার।

সূত্রে জানা গেছে, ঠিকাদার লিটনের কাছে অবৈধভাবে একটি বাড়ির বৈদ্যুতিক লাইনের কাজ দাবি করেন ইউপি সদস্য বুলেট আলী। ঠিকাদার লিটন সে কাজ করতে না করলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধরক পেটানো শুরু করেন ইউপি সদস্য ও তার লোকজন।

এদিকে ঘটনার চার ঘণ্টা পেরিয়ে গেলেও আহত ঠিকাদারকে হাসপাতালে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ তার পরিবারের।

শুক্রবার দুপুরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর কেবিনে কাতরাতে দেখা গেছে। তার বাম হাতের আঙ্গুল, ডান চোখের নিচে ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুত্বর আঘাতের চিহ্নও রয়েছে।

আহত ঠিকাদারের চাচা মহাতাব হোসেন বাবু জানান, এ ঘটনার পর থেকেই পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযুক্ত ইউপি সদস্য বুলেট আলী বলেন, গ্রামের লোকজনের সঙ্গে ঠিকাদার লিটনের বিরোধ রয়েছে। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয়রা তাকে মারধর করেছে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আহত লিটনের সার্বিক চিকিৎসা চলছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: মির্জাপুরে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ

বরিশালে মাদকসহ চার নারী-পুরুষ গ্রেপ্তার 

স্মার্ট বাংলাদেশ গঠনের লড়াইয়ে ছাত্রলীগ সর্বতোভাবে পাশে থাকবে: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা: আহত ২৫

উপজেলা নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, বেনাপোলে আটক

মানিকগঞ্জে পৌঁছেছে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের মরদেহ

মেহেরপুরে অপরিপক্ব লিচুতে বাজার সয়লাব

সরাইলে আগুনে পুড়ল ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

এই বিভাগের সব খবর

শিরোনাম :