কানাডায় নির্বাসিত পাকিস্তানি মানবাধিকার কর্মী কারিমার মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:৩৫ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:০০

নিখোঁজের পর পাকিস্তান সরকারের কঠোর সমালোচক ও মানবাধিকার কর্মী কারিমা বালুচেরের মৃতদেহ উদ্ধার করেছে টরেন্টো পুলিশ। কারিমা ২০১৫ সাল থেকে কানাডার টরেন্টোতে নির্বাসিত জীবন-যাপন করছিলেন। খবর বিবিসি।

গেল রবিবার নিখোঁজ হন কারিমা। সোমবার টরেন্টো পুলিশ এক টুইট বার্তায় জানান, কারিমাকে সর্বশেষ বে-স্ট্রিট এলাকায় রবিবার দেখা যায়। এরপর তার আর কোন খোঁজ মেলেনি। পরবর্তীতে মঙ্গলবার তার মৃতদেহ উদ্ধারের খবর জানায় তার বন্ধুরা। কিন্তু তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কারিমার এই মৃত্যুকে মেনে নিতে পারেছেন না কানাডার মানবাধিকার কর্মীরা। ঘটনার তদন্তে আহ্বান জানিয়েছে দেশটির বিভিন্ন মানবাধিকার গ্রুপ।

পাকিস্তানের অশান্ত অঞ্চল বেলুচিস্তানের বাসিন্দা কারিমা বালুচ। পাকিস্তান সেনাবাহিনী ও রাষ্ট্রব্যবস্থার কঠোর এই সমালোচক ২০১৬ সালে বিবিসি’র একশ’ অনুপ্রেরণামূলক নারীর একজন মনোনীত হয়েছিলেন।

কারিমার বোন মঙ্গলবার বিবিসিকে বলেন, তার মৃত্যু কেবল পরিবারের জন্যই বেদনার নয়; বরং বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের জন্যও ক্ষতির কারণ। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে লড়াই চলছে। পাকিস্তানে বর্তমানে নিষিদ্ধ থাকা বালুচ স্টুডেন্ট অর্গানাইজেশনের সাবেক প্রধান ছিলেন কারিমা বালুচ।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এনএইচএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :