ঘরে বসে ভূমি সেবা মিলবে ই-পর্চায়

ভূমি সংক্রান্ত নানা কাজে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে শুরু হলো ‘ডিজিটাল রেকর্ডরুমের’ কার্যক্রম। অনলাইনে ‘eporcha.gov.bd’ ওয়েবসাইটে প্রবেশ করে বিভিন্ন জমির খতিয়ান ও ম্যাপ যে কেউ দেখতে পারবেন। শুধু তাই নয়, সার্টিফাইড কপির জন্য এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে।
বুধবার ঢাকাসহ ২১টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডিজিটাল রেকর্ডরুম’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ভূমি সেবা ডিজিটাইজেশনের ফলে সব ভূমি সেবা জনগণের হাতের মুঠোয় চলে এসেছে। ডিজিটাল রেকর্ডরুমের সুফল সারাদেশ পাবে। ফলে দালাল চক্রের দৌরাত্ম থাকবে না। সেবা গ্রহীতারা দ্রুত সময়ে ঘরে বসেই তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এই উদ্যোগের বিষয়ে বলেন, ডিজিটাল রেকর্ডরুমের মাধ্যমে সেবা গ্রহীতারা ঘরে বসেই ‘eporcha.gov.bd’ ওয়েব সাইটে প্রবেশ করে বিভিন্ন খতিয়ান ও মৌজা ম্যাপ দেখতে পারবেন এবং সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) হতে এবং ডাকযোগে পর্চা সংগ্রহ করতে পারবেন। এতে করে সেবা গ্রহীতাদের সময়, অর্থ, পরিশ্রম কম হবে।
(ঢাকাটাইমস/২৩ডিসেম্বর/বিইউ/ইএস)

মন্তব্য করুন