কুষ্টিয়ায় এতিমদের মাঝে র‌্যাবের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২১, ২০:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘র‌্যাব সেবা সপ্তাহ’উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যাবের পক্ষ থেকে এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কোর্টপাড়া এলাকার মার্কাস মসজিদে এ দোয়া মাহফিল হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

পরে কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান প্রায় ২০০ শত এতিমের মাঝে খাবার বিতরণ এবং তাদের সঙ্গে খাবার খান।

মেজর গাফফারুজ্জামান বলেন, র‌্যাব-১২ এর দায়িত্বপূর্ণ পাঁচটি জেলায় (কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জ) এক সঙ্গে এই কার্যক্রম হয়েছে। গত শুক্রবার আমরা বিশেষ মোনাজাত করেছি। এছাড়া ভিক্ষুকের মাঝে খাবার বিতরণ, গরিব দুঃখীদের মাঝে কম্বল এবং মেধাবী অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ এবং রক্তদান কর্মসূচি পালন করা হবে।

আমাদের অধিনায়ক (র‌্যাব-১২) বলেছেন, মানবতার সেবা করতে এবং সমাজে সুবিধাবঞ্চিতদের পাশে থেকে কাজ করতে হবে।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :