কবিতা: বাল্য স্মৃতি

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৫
অ- অ+

বাল্যে যখন ধূলো-বালি নিয়ে

চলতো খেলা,

খেলার সাথিও মনের মতোন

জুটতো মেলা।

অনেকের মাঝে শবনমও ছিল

খেলার সাথী,

প্রিয় খেলা ছিল আমের ছায়ায়

চড়ুইভাতি।

এক হাঁড়ি দিয়ে অতো তরকারি

যায় না রাঁধা,

দুটো হাঁড়ি চেয়ে শবনম সখি

জুড়তো কাঁদা।

প্রবোধ দিতেম; বৈশাখ এলে

মেলার দিনে,

দুটো রাঙা হাঁড়ি ঠিক ঠিকই দেখো

আনবো কিনে।

বৈশাখি মেলা জমলো যখন

গোমতি কূলে,

নাগর দোলায় দুলেছি দুজন

বটের মূলে।

দেখেছি মেলায় বাঁশের বাঁশি

রেশমি চুড়ি,

লাটিম-লাটাই, মাটির হাঁড়ি

রঙিন ঘুড়ি।

কিনতে পারিনি মেলায় কিছুই;

পকেট ফাঁকা,

হয়নি পূরণ সখির বায়না,

আদর মাখা।

এখন হয়েছে টাকা কড়ি আর

হাঁড়িও তো নেই কম,

নেই শুধু সেই শৈশব কাল;

কাছে নেই শবনম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা