বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২১, ১২:৪৮
অ- অ+

ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমসের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধসহ ডব্লিউ-এ- ৬৬০৩ নম্বরের ট্রাকটি আটক করা হয়। আটক ট্রাকসহ ওষুধ ফেনসিডিলের মূল্য ১৭ লাখ টাকা বলে জানায় কাস্টমস সূত্র।

বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে বুধবার রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন ধরনের ওষুধের চালানটি আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, তার কাছে একটি গোপন খবর আসে ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে।

এমন সংবাদে কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমাসহ সঙ্গীয় একটি দল টার্মিনালে অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধসহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা