প্রযোজনায় তমা, প্রথম পরিচালক তৌকীর

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ০৮:৩২| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০৮:৩৪
অ- অ+

নতুন পরিচয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। পূর্বের ঘোষণা অনুযায়ী খুব শিগগিরই তিনি প্রযোজক হিসেবে নাম লেখাতে চলেছেন। চমকপ্রদ খবর হচ্ছে, তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে প্রথম নির্মাতা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নন্দিত অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ।

‘মির্জা ক্রিয়েশনস’ নামের এ প্রতিষ্ঠান থেকে নাটক, টেলিছবি ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ হবে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছে। তমা প্রযোজিত প্রথম প্রোডাকশন আগামী ফেব্রুয়ারিতে নির্মাণ করবেন তৌকীর আহমেদ। এটির মাধ্যমে দীর্ঘদিন পর বাইরের প্রযোজনায় কাজ করতে চলেছেন তিনি।

তমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে আমাদের মিডিয়ার অবস্থা সেভাবে ভালো যাচ্ছে না। এখানে নতুন অনেক প্রযোজক দরকার। গত বছরের মার্চে আসা করোনায় আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়েছে। এমন সময় চিত্রনায়িকা তমার প্রযোজনায় আসার সিদ্ধান্ত প্রশংসার দাবিদার।’

তমা মির্জা ঢাকা টাইমসকে বলেন, ‘অন্য সবার মতো আমারও কিছু স্বপ্ন আছে, যা আমি লালন করি আমার মতো করে। সেই স্বপ্নগুলোর মধ্যে একটি সত্যি করার পথে পা বাড়ালাম, নতুন বছরের শুরুতেই আমার ‘মির্জা ক্রিয়েশনস’ থেকে। সেই যাত্রায় পাশে আছেন দেশের গুণী অভিনেতা ও পরিচালক তৌকীর আহমেদ ভাইয়া। সবার কাছে দোয়া চাই সফলতার জন্য।’

নিজের প্রযোজনায় তৌকীর আহমেদের বিপরীতে তমাকে দেখা যেতে পারে। তবে পুরো বিষয়টি নির্মাতার হাতে তুলে দিয়েছেন এ নায়িকা। যোগ করে অভিনেত্রী বলেন, তৌকীর ভাই আমার পছন্দের একজন অভিনেতা ও নির্মাতা। তাই শুরুটা তাকে দিয়েই করতে যাচ্ছি। তিনি যেটি ভালো মনে করবেন সেটিই করবেন।

প্রথম কাজটি ছোটপর্দা দিয়ে শুরু করছি, পরবর্তীতে বড়পর্দার জন্য নির্মাণ করব। এটিকে কর্মশালা হিসেবে নিয়েছি। আশা নয় বিশ্বাস, নতুন কিছু পাবে দর্শক। কাজেও থাকবে ভিন্নতা। একটু ব্যতিক্রম গল্পভিত্তিক কাজ উপহার দেয়ার চেষ্টা থাকবে।’

ঢাকাটাইমস/২০জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা