বোলারদের প্রশংসায় অধিনায়ক তামিম

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৮:২৭
অ- অ+

বোলারদের দুর্দান্ত বোলিংয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বুধবার ক্যারিবীয়দের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। তাই তো ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করতে ভোলেননি টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘কোনো অভিযোগ নেই। আমরা ভালো বল করেছি। মোস্তাফিজ অসাধারণ শুরু করেছে। রুবেলও ভালো শুরু করেছে। তরুণ পেসার হাসান মাহমুদ অসাধারণ বোলিং করেছে। ‍দুই স্পিনার সাকিব এবং মিরাজ দারুণ বোলিং করেছে।’

ব্যাটিং নিয়ে তামিম বলেন, ‘ব্যাট করার জন্য উইকেট কঠিন ছিল। আপনি আক্রমণাত্মক ব্যাটিং করতে চাইলেও পারতেন না। প্রথমে উইকেট দেখে ভালো মনে হয়েছিল। কিন্তু সারাদিন রোদ ওঠেনি। সুতরাং, আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। সবাই সতর্কতার সঙ্গে ব্যাট করেছে।’

ম্যাচে বাংলাদেশের বোলারদের মধ্যে ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার। ওয়ানডেতে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার হাসান মাহমুদ ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/২০ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা